ছিনতাই | প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় মঙ্গলবার ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মুনতাকিম আলিফ (২৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি নিকুঞ্জ এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুনতাকিমের অফিস নিকুঞ্জ-১ এলাকায়। কাজ শেষে বাসায় ফেরার জন্য আজ ভোর সাড়ে চারটার দিকে অন্য এক সহকর্মীর সঙ্গে তিনি অফিস থেকে বের হন। অফিস থেকে বের হয়ে নিকুঞ্জ-১ গেট দিয়ে মূল সড়কে ওঠার পরই তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইয়ে বাধা দিলে একজন মুনতাকিমের বুকে ছুরি দিয়ে আঘাত করে। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

ওসি আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় মুনতাকিমের পরিবার একটি হত্যা মামলা করেছে। লাশের ময়নাতদন্ত হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, মুনতাকিমের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। তিনি বিমানবন্দরের কাছে কাওলা এলাকায় থাকতেন। তাঁর বাবা জুলফিকার আলী ঠাকুরগাঁও জজকোর্টে পেশকারের কাজ করেন।