বৃষ্টির পানিতে ধসে যাওয়া সড়কটি মেরামতের কাজে সহযোগিতা করছেন শিক্ষার্থীরা। মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন 

প্রতিনিধি ঈশ্বরদী:  পাবনার ঈশ্বরদীতে বৃষ্টির পানি জমে একটি সড়ক ধসে গেছে। গত সোমবার রাতে মুষলধারে বৃষ্টি হওয়ার পর থেকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর এলাকায় সড়ক ধসে যায়। এতে সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ বেড়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যান চলাচল স্বাভাবিক ও জনদুর্ভোগ কমাতে সড়কটি মেরামতের কাজে অংশ নেন।  বুধবারও তাঁদের সড়ক মেরামতের কাজ করতে দেখা গেছে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, শহরের বকুলের মোড় থেকে শুরু করে মুলাডুলি রেলগেট পর্যন্ত দীর্ঘ ৯ কিলোমিটার গ্রামীণ এই সড়কটি ‘প্যারিস রোড’ বলে পরিচিত। এটি মুলাডুলির ব্যস্ততম সড়ক। এই সড়ক দিয়ে শত শত মালবাহী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। পাশাপাশি এলাকার হাজার হাজার মানুষ উপজেলা সদর ও বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য এই সড়কটি ব্যবহার করে থাকেন। সোমবার গভীর রাতে টানা বৃষ্টিতে মুলাডুলির পতিরাজপুর এলাকায় কালভার্ট সীমানার কাছে সড়কের প্রায় ৫০ মিটার ধসে যায়।

উপজেলা প্রকৌশলী এনামুল কবির জানান, 'সড়কের মুলাডুলির ধসে যাওয়া অংশে দীর্ঘদিন থেকে ইঁদুর গর্ত করে বাসা বাঁধে। এ কারণে মাটির নিচের স্তর সরে সড়কের ওই অংশ আগে থেকেই দুর্বল হয়েছিল। সোমবার রাতে মুষলধারে বৃষ্টি হওয়ায় সেখানে পানি জমে। মাটি নরম হয়ে সড়কটি ধসে যাওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে সড়কটিতে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।'

তিনি বলেন, ‘আমরা সড়কটি মেরামতের চেষ্টা করছি। এ কাজে শিক্ষার্থীরাও সহযোগিতা করছেন। ধসে যাওয়া জায়গায় কালভার্ট নির্মাণ করার প্রস্তুতি নেওয়া হয়েছে।'