রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল ছাত্রলীগের ২৫টি কক্ষে তল্লাশি করে রড, চাকু, বিদেশি মদের খালি বোতলসহ দেশি অস্ত্র উদ্ধার করেছে প্রশাসন | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চলছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি শুরু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, হল প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছেন।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের অন্তত ২৫টি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় রড, চাকু, বিদেশি মদের খালি বোতলসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। রাত পৌনে নয়টার দিকে এই প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মতিহার হলে তল্লাশি চালানোর জন্য অপেক্ষা করছিলেন।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, হল ছাত্রলীগের ২৫টি কক্ষে তল্লাশি চালানো হয়েছে। এতে বিদেশি মদের বোতল, দেশি অস্ত্রসহ আনুষঙ্গিক জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এখন থেকে কোনো অনাবাসিক ও অছাত্র হলে থাকতে পারবেন না।