পাকিস্তান এ দলের বিপক্ষে হেরেছে এইচপি | বিসিবি
খেলা ডেস্ক: অস্ট্রেলিয়ায় ৯ দলের টপ এন্ড সিরিজে আবারও হারল বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। ১৪১ রানের পুঁজি নিয়ে বোলাররা লড়াই করলেও পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শেষ পর্যন্ত এইচপি হেরেছে ৩ উইকেটে। ডারউইনে ১৪২ রান তাড়ায় ৩ উইকেটে ১১১ রান থেকে ১২৪ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তবে অষ্টম উইকেটে ইরফান খান ও জাহানদাদ খানের ২০ রানের জুটিতে ৭ বল বাকি থাকতেই জয় পায় পাকিস্তান।
ব্যাট হাতে আজ বাংলাদেশের শুরুটা আজ ভালো হয়নি। ওপেনার তানজিদ হাসান, জিশান আলম থেকে শুরু করে আফিফ-আকবরদের সবাই ছিলেন ব্যর্থ। টুর্নামেন্টে এখন পর্যন্ত টানা ৫টি ম্যাচেই ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ আফিফ, তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ১৭।
৯.২ ওভারে ৫ উইকেট ৫৮ রানে তোলা বাংলাদেশ শেষ পর্যন্ত ১৪১ রান করে শামীম
হোসেন ও মাহফুজুর রহমানের অবিচ্ছিন্ন ৮৩ রানের জুটিতে। ৩৮ বলে ৪৪ রানে
অপরাজিত ছিলেন শামীম। মাহফুজুর অপরাজিত ছিলেন ৩২ বলে ৪১ রান নিয়ে। এই
দুজনের ব্যাটেই বলার মতো সংগ্রহ পায় এইচপি। যদিও সেটিও শেষ পর্যন্ত যথেষ্ট
হয়নি।
2024 Top End Series | T20
— Bangladesh Cricket (@BCBtigers) August 16, 2024
Bangladesh HP vs Pakistan Shaheens | Darwin, Australia
Pakistan Shaheens won by 3 Wickets#BCB #Cricket #BDCricket #NTCricket #Bangladesh pic.twitter.com/Ieo7088OtE
পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক মোহাম্মদ হারিস ১৮ বলে ৩২ রানের ইনিংসেই মূলত ম্যাচ তাদের দিকে হেলে পড়ে। শেষ দিকে দ্রুত ৪ উইকেট তুলে নেওয়ায় বাংলাদেশের সম্ভাবনা কিছুটা জেগেছিল।
সিরিজে পঞ্চম ম্যাচে এটি বাংলাদেশের তৃতীয় হার। প্রথম ম্যাচে জয় পাওয়া এইচপি দ্বিতীয় ম্যাচে তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে হেরে যায়। এরপর অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে আকবর আলীর দল হেরেছিল ৮ উইকেটে।