মারিয়া–মনিকা–ঋতুদের ভুটানি ক্লাব হারল ইরানি ক্লাবের কাছে, খেলতে পারেননি সাবিনা

 নারীদের এএফসি চ্যাম্পিয়নস লিগে ভুটানি ক্লাব রয়্যাল থিম্পু কলেজের বিপক্ষে খেলতে নেমেছিলেন ঋতুপর্ণা, মানিকা ও মারিয়ারা। খেলেননি সাবিনা | ছবি: পদ্মা ট্রিবিউন

 ক্রীড়া প্রতিবেদক: এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এই প্রথম আয়োজন করছে নারী ফুটবলের ক্লাব টুর্নামেন্ট এএফসি নারী চ্যাম্পিয়নস লিগ। বাংলাদেশ থেকে কোনো ক্লাব অংশ না নিলেও এই টুর্নামেন্টে খেলছেন বাংলাদেশি নারী ফুটবলাররা। ভুটানের রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলতে আগেই ভুটান গেছেন চার নারী ফুটবলার—সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মারিয়া মান্দা।

এএফসি ওমেন্স চ্যাম্পিয়নস লিগে ভুটানের রয়্যাল থিম্পু কলেজ ও ইরানের কম খাতন ক্লাবের খেলা ছিল আজ থিম্পুতে। ভুটানের ক্লাব হেরেছে ২–১ গোলে। এই ম্যাচে নিবন্ধন জটিলতায় খেলতে পারেননি বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। তবে খেলেছেন ঋতুপর্ণ, মারিয়া ও মনিকা।

রয়্যাল থিম্পু কলেজ ক্লাবে অনুশীলন সেশনে মারিয়া মান্দারয়্যাল | থিম্পু কলেজ ক্লাব

ম্যাচ শেষে থিম্পু থেকে সাবিনা বলেছেন, ‘রয়্যাল থিম্পু কলেজের বিপক্ষে ম্যাচটি আমি খেলতে পারিনি রেজিস্ট্রেশনসংক্রান্ত ঝামেলায়। সমস্যাটা ভুটানের ক্লাবেরই। তারা আমার রেজিস্ট্রেশনটা এখনো করতে পারেনি। তবে পরের ম্যাচে আমি যেন খেলতে পারি, সেই চেষ্টা চলছে।’ জাতীয় দলে নিজের তিন সতীর্থই আজ ভালো খেলেছেন বলে জানিয়েছেন সাবিনা, ‘ওরা তিনজনই ইরানের ক্লাবটির বিপক্ষে খেলছে এবং তিনজনই ভালো খেলেছে।’

রয়্যাল থিম্পু কলেজের দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচ ২৮ আগস্ট—হংকংয়ের কিতসি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।