সোনার দামে নতুন করে রেকর্ড হয়েছে | ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম বেড়েই চলেছে। এবার তিন দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে বাড়ছে ১ হাজার ৯৩৬ টাকা। ফলে ভালো মানের তথা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। এটি দেশের ইতিহাসের সোনার সর্বোচ্চ দামের রেকর্ড।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ রোববার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। তারা বরাবরের মতো এবারও সোনার মূল্য বাড়ার পেছনে স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার (পিওর গোল্ড) দর বৃদ্ধিকে কারণ হিসেবে উল্লেখ করেছে। মূলত বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশেও বাড়ছে। আজ বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে ২ হাজার ৫০০ মার্কিন ডলারে।

সর্বশেষ ২৩ আগস্ট প্রতি ভরি সোনার দাম দেড় হাজার টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম গিয়ে ১ লাখ ২৬ হাজার ৬ টাকায় দাঁড়ায়। তার আগে ২১ জুলাই সোনার দাম ভরিতে দেড় হাজার টাকা বৃদ্ধি পায়।

আজকের নতুন দর অনুযায়ী, হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনার ভরি হবে ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনা ১ লাখ ২১ হাজার ১২২ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৪ হাজার ৬৮৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরি ৮৬ হাজার ৫৪৭ টাকায় বিক্রি হবে।

আজ রোববার পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ২৬ হাজার ৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ২০ হাজার ২৭৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩ হাজার ৯৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৮৫ হাজার ২৪১ টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে ভরিপ্রতি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৯৩৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৮৪৩, ১৮ ক্যারেটে ১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৩০৬ টাকা বেড়েছে। সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকছে।