আশ্রয়কেন্দ্রে অবস্থান করা বানভাসি মানুষের জন্য ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছেন নিউ এরা ফাউন্ডেশন এক কর্মকর্তা | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঈশ্বরদী উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন।
বুধবার দিনভর পরশুরাম উপজেলায় বানভাসি ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এর মধ্যে ছিলো- চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি, গুড়, মোমবাতি, স্যালাইন ও ঔষধ।
বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিষ্ঠানের মানবসম্পদ কর্মকর্তা মো. খায়রুজ্জামান ও সহকারী হিসাব রক্ষক মনিরুল ইসলামের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ করা হয়। এরআগে মঙ্গলবার বিকেলে ট্রাকে করে ত্রাণ সামগ্রী পাঠানো হয়।
নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, দেশের পূর্ব অঞ্চলে মানুষের জানমাল ঘরবাড়ি যে ক্ষতি হয়েছে সারাদেশের মানুষ তাঁদের পাশে দাঁড়িয়েছে, একই সঙ্গে নিউ এরা ফাউন্ডেশনও পাশে দাঁড়িয়েছে।