পানি বাড়ার খবরে পদ্মা নদী দেখতে এসেছে কয়েকজন ছাত্রী। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়ার পর রাজশাহীতে ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানির উচ্চতা বেড়েছে ৩ সেন্টিমিটার। বুধবার সকাল ৯টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ মিটার। বৃহস্পতিবার সকাল ৯টায় পানির উচ্চতা বেড়ে হয়েছে ১৬ দশমিক ৩৩ মিটার।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, আজ সকাল ৬টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা পাওয়া গেছে ১৬ দশমিক ৩২ মিটার। তিন ঘণ্টা পর সকাল ৯টায় এই উচ্চতা দাঁড়ায় ১৬ দশমিক ৩৩ মিটারে।

গত সোমবার বেলা ৩টা থেকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল অপরিবর্তিত। ওই সব দিনে ১৬ দশমিক ৩০ মিটার উচ্চতায় পদ্মার পানি প্রবাহিত হয়েছে। এর আগে গত সোমবার সকাল ৬টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ২৯ মিটার। রাজশাহীতে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮ মিটার। ওই সময় পর্যন্ত পয়েন্টটিতে বিপৎসীমার ১ দশমিক ৬৭ মিটার নিচ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছিল।

ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় গত শনিবার পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটের সব কটি খুলে দেওয়া হয়।