বইপ্রেমী পলান সরকারের ১০৪তম জন্মবার্ষিকী আজ

পলান সরকার | ফাইল ছবি

প্রতিনিধি রাজশাহী: বেঁচে থাকতে কেউ তাঁকে বলতেন বইপাগল। শিশুরা ডেকেছে বইদাদু। যে নামেই ডাকা হোক, বইপ্রেমী পলান সরকারের জন্মই হয়েছিল জ্ঞানের আলো ছড়ানোর জন্য। তাঁর ১০৪তম জন্মবার্ষিকী আজ ১ আগস্ট। ১৯২১ সালের এই দিনে তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার নূরপুর মালঞ্চী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।

পলান সরকারের কেতাবি নাম হারেজ উদ্দিন। কিন্তু তিনি পলান সরকার নামেই পরিচিতি পান। নিজের টাকায় বই কিনে পাঠকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে বই পড়ার আন্দোলন গড়ে তোলার জন্য ২০১১ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। ২০০৭ সালে সরকারিভাবে তাঁর বাড়ির আঙিনায় একটি পাঠাগার করে দেওয়া হয়।

২০১৪ সালের ২০ সেপ্টেম্বর ‘ইমপ্যাক্ট জার্নালিজম ডে’ উপলক্ষে প্যারিসভিত্তিক একটি সংগঠন ‘স্পার্ক নিউজ’ ইতিবাচক উদ্যোগের ওপর লেখা আহ্বান করে। বাংলাদেশ থেকে প্রথম আলো ‘আলোর ফেরিওয়ালা’ শিরোনামে পলান সরকারের বই পড়ার আন্দোলন নিয়ে লেখা পাঠায়। ২০ সেপ্টেম্বর লেখাটি সারা পৃথিবীর ৪০টি প্রধান দৈনিকে ছাপা হয়। এর মধ্যে ১০টি পত্রিকার প্রধান শিরোনাম হয় ‘আলোর ফেরিওয়ালা’। 

 ২০১৯ সালের ১ মার্চ না ফেরার দেশে চলে যান পলান সরকার।