গোলযোগের সঙ্গে বিএনপির নেতা-কর্মীরা জড়িত নয়: মির্জা ফখরুল

সোমবার  শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করার জন্য কিছু ব্যক্তি ষড়যন্ত্র, চক্রান্ত করছেন বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব ব্যক্তি বিভিন্ন গোলযোগ সৃষ্টি করে বিএনপির নেতা-কর্মীদের ওপর অন্যায়ভাবে তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ তাঁর। মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দলের কোনো নেতা-কর্মী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। উপরন্তু আমরা চেষ্টা করছি, যে গোলযোগ সৃষ্টি হচ্ছে, সেগুলোকে বন্ধ করার জন্য।’

আজ সোমবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে এ কথা বলেন মির্জা ফখরুল। এ সময় জিয়াউর রহমানের কবরে পুষ্পাঞ্জলি দিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির নেতা-কর্মীরা।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মকভাবে সমর্থন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা একটি নতুন বাংলাদেশ চাই। চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ। সাম্য, মানবিক অধিকার, ন্যায়বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই।’

শিক্ষার্থী-জনতার আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে সুসংগঠিত করবে বিএনপি উল্লেখ করেন দলটির মহাসচিব। দলের নেতা-কর্মী ও দলকে আরও সুদৃঢ় করতে ইতিমধ্যে বিএনপি কাজ শুরু করেছে বলেও জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া মুক্ত হয়েছেন। অন্যান্য নেতা, যাঁরা গণতান্ত্রিক আন্দোলনে বন্দী হয়েছিলেন, তাঁদের কিছু মুক্তি হয়েছেন, কিছু বাকি আছেন। সব মুক্তির জন্য আমরা ব্যবস্থা করছি।’