আসলাম হোসেন | ছবি: সংগৃহীত |
প্রতিনিধি ঈশ্বরদী: যৌন হয়রানিসহ নানা অভিযোগে পাবনার ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে অপসারণ করা হয়েছে।
যৌন হয়রানিসহ নানা অভিযোগে ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ | ছবি: পদ্মা ট্রিবিউন |
রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাসভবনের সামনে অধ্যক্ষ আসলাম হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ঘণ্টাতিনেক বিক্ষোভের পরপরই ছাত্রীদের তোপের মুখে অভিযুক্ত অধ্যক্ষকে পদ থেকে অপসারণ করা হয়েছে।
ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ |
ছাত্রীরা অভিযোগ করে বলে, ‘অধ্যক্ষ স্যার দীর্ঘদিন থেকে আমাদের নির্যাতন করে আসছেন। তিনি সব সময় খারাপ ভাষায় কথা বলেন। শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন, রাজি না হলে জোর করে ক্লাসে এসে “স্পর্শকাতর অংশে হাত” দেন।’
আন্দোলনরত শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ‘শিক্ষার্থীদের যৌন হয়রানি, আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম-দুর্নীতির করেছে।’
উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করেন ইউএনও সুবীর কুমার দাশ | ছবি: পদ্মা ট্রিবিউন |
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ বলেন, ‘ছাত্রীদের দাবিটি খুবই স্পর্শকাতর। এমন পরিস্থিতিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে বিকেলে জরুরি মিটিং করা হয়। সেখানে অধ্যক্ষকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত আমরা আজকেই বোর্ডে পাঠিয়ে দিচ্ছি।’
ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। রোববার দুপুরে ইউএনও- এর বাসভবনের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন |
তবে সব অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্র বলে দাবি অভিযুক্ত অধ্যক্ষ আসলাম হোসেনের। তিনি বলেন, 'ব্যক্তি আক্রোশে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।'