বনানী কবরস্থানে দোয়া ও মোনাজাত করেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে না পেরে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।
আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা ছোট ছোট দলে ভাগ হয়ে বনানী কবরস্থানে যাচ্ছেন। আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা জানান, তারা ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বাধার মুখে ফিরে আসতে হয়। এরপর তারা বনানী কবরস্থানে এসেছেন।
ধানমন্ডি ৩২-এ ছাত্র-জনতার অবস্থান | ছবি: পদ্মা ট্রিবিউন |
এদিকে, শোক দিবস ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হতে পারে, এমন আশঙ্কায় রাত থেকে সেখানে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থী ও বিএনপি-জামায়াতের কর্মীরা।
বনানী কবরে ফুল দিয়ে শ্রদ্ধা | ছবি: পদ্মা ট্রিবিউন |
সকাল থেকে ধানমন্ডি ৩২ ও পান্থপথে যান চলাচল নিয়ন্ত্রণ করছে ছাত্র-জনতা। ওই এলাকা দিয়ে চলাচলকারীদের কাছে পরিচয় এবং তারা কোথায় যাচ্ছেন জানতে চাওয়া হচ্ছে। সন্দেহ হলে মোবাইল চেক করতেও দেখা গেছে।
রাসেল স্কয়ার থেকে ৩২ নম্বরের প্রবেশমুখে কাটাতারের বেড়া দেখা যায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এই বাড়ির সামনের রাস্তাটির দুই
প্রান্তই কাঁটাতার দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আশপাশের প্রায় সব সড়কের
নিয়ন্ত্রণে রয়েছে ছাত্র-জনতা। সেনাবাহিনীও টহলে রয়েছে। পুলিশের একাধিক
ইউনিটকে দেখা গেছে, সড়কের পাশে ফুটপাতে বসে থাকতে। এদিকে পান্থপথ মোড় ও
শমরিতা হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।