কমরেড শামছুজ্জামান সেলিমের পথ ধরেই বিপ্লবী আন্দোলন এগিয়ে যাবে

কমরেড শামছুজ্জামান সেলিম স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ। শনিবার সকালে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, এ দেশের কমিউনিস্ট আন্দোলনের প্রখ্যাত নেতা, ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড শামছুজ্জামান সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রাজ্জাক, পাবনা জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড আহসান হাবিব, উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম, সাধারণ সম্পাদক কমরেড ডা: অলোক মজুমদার, কমরেড শওকত আলী, বাংলাদেশ কৃষক সমিতির পাবনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাত আলী মন্ডল,  উদীচী শিল্পীগোষ্ঠি ঈশ্বরদী শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মঞ্জু চৌধুরী, কমরেড আছমা আলো, কমরেড গোলজার হোসেন, কমরেড জীবন দাস, কমরেড রফিকুল ইসলাম তুহিন, কৃষক নেতা নুরুল ইসলাম মাষ্টার প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সে বিজয়কে সুসংহত করতে হবে। মুক্তিযুদ্ধের বিপক্ষে সকল অপশক্তির বিরুদ্ধেও ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো বৈষম্য করে জনগণ তা মেনে নেবে না। শ্রমিক-মেহনতি মানুষের লড়াইকে আমাদের অগ্রসর করে নিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘তরুণ বয়সে শ্রমিকদের সংগঠিত করা শামছুজ্জামান সেলিম পরবর্তীকালে মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠী ক্ষেতমজুরদের আন্দোলন ও বিপ্লবী পার্টি গড়ে তোলায় আত্মনিয়োগ করেছেন। জাতি তার অবদান চির শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আজীবন বিপ্লবী কমরেড শামছুজ্জামান সেলিম ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট আদর্শের প্রতীক। তিনি হাজার হাজার তরুণকে কমিউনিস্ট আদর্শ ও আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন। তার দেখানো আদর্শের পথ ধরেই কমিউনিস্ট পার্টি  শ্রেণি বিপ্লবী আন্দোলনকে এগিয়ে নেবে।’