সাম্প্রদায়িক সৌহার্দ্যের রাষ্ট্র চাই

তুলি আক্তার নিঝুম | ফাইল ছবি

তুলি আক্তার নিঝুম: আগামীর বাংলাদেশকে আমরা উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী দেখতে চাই। বাংলাদেশ একটি বহুজাতিক ও বহু-ধর্মীয় সমাজের দেশ। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান দেশের ঐতিহ্য ও সংস্কৃতির অঙ্গ। বাংলাদেশকে আমরা সাম্প্রদায়িক সৌহার্দ্যে পূর্ণ দেখতে চাই। এজন্য দরকার পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও সহযোগিতা। প্রত্যেক ধর্ম, বর্ণ ও জাতির মানুষের অধিকার ও মর্যাদা সুরক্ষিত রাখতে হবে। আমাদের প্রজন্মকে সাম্প্রদায়িকতার বিষ থেকে মুক্ত রাখতে হবে এবং জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে। সুশিক্ষা ও সচেতনতার মাধ্যমে ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন।

এমন একটি বাংলাদেশের কামনা করি যেখানে বৈষম্য, দারিদ্র্য, এবং অশিক্ষার জায়গায় থাকবে সমতা, অর্থনৈতিক সচ্ছলতা ও সুশিক্ষার প্রসার। সবার জন্য সমান সুযোগ, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের সুরক্ষায় বাংলাদেশ হবে একটি মডেল রাষ্ট্র।

লেখক: শিক্ষার্থী, দাশুড়িয়া ডিগ্রী কলেজ, ঈশ্বরদী।