বগুড়ায় রেললাইনের প্যান্ডেল ক্লিপ খুলে ফেলার অভিযোগে একজনকে আটক করেছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি বগুড়া: বগুড়ায় রেললাইনের প্যান্ডেল ক্লিপ খুলে নাশকতার চেষ্টার সময় স্থানীয় লোকজন একজনকে আটক করেছে। এ সময় ১৯টি প্যান্ডেল ক্লিপ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া রেলস্টেশনের অদূরে আপুইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এ সব তথ্য নিশ্চিত করেছেন।
আটক মিঠন (২০) বগুড়া সদরের কহিতকুল গ্রামের জুয়েল প্রামাণিকের ছেলে।
আপুইল গ্রামের বাসিন্দা জাফর ইকবাল বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে রেললাইনের পাশে শব্দ শুনতে পেয়ে লোকজন নিয়ে এগিয়ে যাই। তখন দুই যুবক পালিয়ে গেলেও আমরা একজনকে ধরে ফেলি। পরে রেললাইন থেকে খোলা ১৯টি প্যান্ডেল ক্লিপ উদ্ধার করা হয়। রেলওয়ের লেকজনকে খবর দেওয়া হলে তারা এসে মিঠনকে থানায় নিয়ে যায়। মিঠন স্থানীয় লোকজনকে জানায় রিপন নামের এক ব্যক্তি তাদের রেললাইনের ক্লিপ ও নাট বল্টু খুলে রাখতে বলে।’
বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান বলেন, ‘রাতে কোনো ট্রেন চলাচল ছিল না। সকালে প্যান্ডেল ক্লিপ লাগানো হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, আটক মিঠনকে প্যান্ডেল ক্লিপসহ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হবে।