ঈশ্বরদীতে জমানো টাকা দিয়ে বৃক্ষরোপণ করলেন শিক্ষার্থীরা

বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে শিক্ষার্থীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে বৃক্ষরোপণ করলেন শিক্ষার্থীরা।  বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে নিজেদের জমানো টাকা দিয়ে এই কর্মসূচি করেন তারা।

জানা যায়, আমাদের স্বপ্নগুলো হলো বাস্তবতার চারা গাছ—এই প্রতিপাদ্য নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়।  তার অংশ হিসেবে গাছ রোপণ করা হয়।

শহরের সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী স্বাধীন বলেন, 'আমরা সবুজের নতুন স্বপ্ন দেখছি। তাই গাছ রোপণ করেছি।'

ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী তুলি বলেন, 'ছাত্র সমাজ জেগেছে মানেই নতুন স্বপ্নের দেশ শুরু হয়েছে। আমরা নব উদ্যোগে দেশকে এগিয়ে নেবো। আমরা নিজের জমানো টাকা দিয়ে গাছ লাগিয়েছি। আমি চাই সবাই এগিয়ে আসুক তাতে আমাদের পরিবেশ সবুজময় হবে।'

কর্মসূচিতে ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী মোহনা, সিমি, ঈশ্বরদী মহিলা কলেজের মাহি, জোনাকি, তিশা, অঙ্কিতা ও নাফিজা প্রমুখ উপস্থিত ছিলেন।