বগুড়ার শেরপুরে এমপি-মেয়রসহ ৫ নেতার বাড়িতে হামলা

বগুড়ার শেরপুরে স্থানীয় সংসদ সদস্য ও পৌরসভার প্যানেল মেয়রের বাড়িতে আগুন দেন আন্দোলনকারীরা | ছবি: সংগৃহীত

প্রতিনিধি শেরপুর: বগুড়ার শেরপুরে স্থানীয় সংসদ সদস্য মজিবর রহমান, পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলমের বাড়িসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচজনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা।

আজ রোববার বিকেল পৌনে ৪টা থেকে ৫টা ৫৫ মিনিট পর্যন্ত এ হামলার ঘটনা ঘটে।

শেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন বলেন, বিকেল পৌনে চারটায় প্রথমে হামলা হয় শহরের উলিপুর এলাকায় স্থানীয় সংসদ সদস্য মজিবর রহমানের বাড়িতে। সংঘবদ্ধ হামলাকারীরা সংসদ সদস্যের বাড়িতে প্রথমে ক্লোজড সার্কিট ক্যামেরা ভেঙে ফেলেন। এরপর বাড়ির বাইরের দরজা ভাঙার চেষ্টা করেন। বাড়ির ভেতরে ঢিল ছোড়েন। এরপর শহরের ঘোষপাড়া মহল্লায় শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

একইভাবে শহরের বারোদুয়ারী পাড়ায় গোলাম হোসেনের বাড়িতে ও বারোদুয়ারী পাড়ার চালপট্টি এলাকায় শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলামের বাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে শহরের প্রফেসর পাড়ায় শেরপুর পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল আলমের বাড়িতে। আগুনে পুড়ে গেছে একটি গাড়িসহ নিজ বাড়িতে প্যানেল মেয়রের অফিসকক্ষ।

এ ছাড়া শহরের করতোয়া বাসস্ট্যান্ডের পাশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।