ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের ব্যবধানে বাজারে বিভিন্ন সবজির দাম আরও কিছুটা কমেছে। পাশাপাশি কাঁচা মরিচের দামও কমেছে কেজিতে ৫০-৬০ টাকা। তবে চালের দাম এখনো বাড়তি। এক সপ্তাহের মধ্যে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে আবার বেড়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়া, কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজারে সরেজমিন ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সংঘাতে দেশজুড়ে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছিল। ফলে দাম বাড়ে সবজির। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়ায় এখন সবজির দাম কমেছে।
দুই সপ্তাহ আগে যে বেগুনের কেজি ছিল ১২০ টাকা, গতকাল তা ৬০-৮০ টাকায় বিক্রি হয়েছে। আবার ১৪০ টাকার ওপরে থাকা করলার কেজি কমে হয়েছে ৮০-১০০ টাকা। ঢাকার বিভিন্ন বাজারে ঢ্যাঁড়স, চিচিঙ্গা, ঝিঙে, পটোল, পেঁপে, চালকুমড়া, লাউ প্রভৃতি সবজি ৪০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হয়েছে। তবে বরবটির দাম ২০ টাকা বেড়ে ৮০-১২০ টাকা কেজি বিক্রি হয়েছে।
গতকাল খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৪০-২০০ টাকায়। তবে পেঁয়াজ ও আলুর দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ ১১০-১২০ টাকা, আমদানি করা পেঁয়াজ ১০০ টাকা ও আলু ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
ঢাকার বাজারে দুই সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে ২-৮ টাকা বেড়েছে। কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, জেলার খাজানগর মোকামে সব ধরনের চাল ২ থেকে ৩ টাকা বেড়েছে।
রাজধানীতে গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৯০ টাকায় ও সোনালি মুরগি ২৬০-২৮০ টাকায় বিক্রি হয়েছে। ফার্মের মুরগির প্রতি ডজন বাদামি ডিমের দাম ছিল ১৫০ টাকা। তবে তিন দিন আগেও ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০-২০ টাকা, সোনালি মুরগি ২০-৩০ টাকা ও ডিমের ডজন ১০ টাকা কম ছিল। মাছের দাম এখনো চড়া। প্রতি কেজি পাঙাশ ২০০-২২০ টাকা, তেলাপিয়া ২৪০-২৬০ টাকায় বিক্রি হয়েছে।