জাতীয় সংগীত, গণসংগীত ও জাগরণের গানে গানে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি বগুড়া: কখনো সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, কখনো ‘কারার ঐ লৌহ-কবাট, ভেঙে ফেল্‌ কর্‌রে লোপাট/ রক্ত-জমাট, শিকল-পূজোর পাষাণ-বেদী।/ ওরে ও তরুণ ঈশান!’-এর মতো জাগরণের গান। কখনো আবার কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণ করে হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্লোগান। এভাবে জাতীয় সংগীত, গণসংগীত ও জাগরণের গানে গানে বগুড়ায় আজ বৃহস্পতিবার দিনভর ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বগুড়া শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড়ে সড়কলিখনের মাধ্যমে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন

বেলা ১১টায় বগুড়া শহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে প্রতিবাদ ও মৌন মিছিল করেন। পরে উপশহর-নামাজগড় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকলেও বাধা দেয়নি। সমাবেশে বেশ কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন।

চলমান সংকটে শিক্ষক-অভিভাবকসহ সর্বস্তরের মানুষকে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানিয়ে একজন ছাত্রীসমাবেশে শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আমার ভাইবোনেরা প্রতিবাদ করতে গিয়ে মাঠে মরছে, আমরা লজ্জায় মরছি ঘরে। আপনাদের শিক্ষায় আজ আগুন আমরা, আপনারা কেন ঘুমিয়ে, এবার জাগুন।’

বগুড়া শহরে দিনভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্কাবস্থায়। বৃহস্পতিবার বিকেলে জলেশ্বরীতলা কালীবাড়ি মোড়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

সন্ধ্যা ছয়টায় একই স্থানে নিহত ব্যক্তিদের স্মরণে প্রদীপ প্রজ্বালন, মোমবাতি মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থীরা।

এদিকে বিকেল পাঁচটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড় এলাকায় ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচির মৌন মিছিল বের করে। শিক্ষার্থীদের এ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের জেলখানা লাবাম্বা মোড়, ইয়াকুবিয়া মোড়, কালীবাড়ি মোড়, সাতমাথাসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল সতর্কাবস্থায়।