সংবাদ সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদী হাসান | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা ও গুলির অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাবে এই অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদী হাসান।

সংবাদ সম্মেলন করে মেহেদী হাসান বলেন, 'ছাত্রদলের নেতা রফিকুল ইসলাম নিজের অপরাধ ঢাকতে মিথ্যা অভিযোগ তুলেছেন। ঘটনার দিন ঈশ্বরদী সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্ররা মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে একটি সমাবেশের আয়োজন করেন। এ সময় ছাত্রদলের নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে সাধারণ ছাত্রদের লক্ষ্য করে কয়েকটি গুলি করা হয়। এতে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যান।'

মেহেদী হাসানের দাবি, 'ছাত্রদের ওপর গুলির ঘটনায় প্রশাসনসহ বিভিন্ন মহলে জানাজানি হলে রফিকুল ইসলাম রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছেন। সাংবাদিকদের বাড়িতে ডেকে মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি (মেহেদী হাসান) এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ছাত্রদলের নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি করেন।'

তিনি আরও বলেন, 'ঈশ্বরদীবাসী এবং কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ সকলেই জানেন আমার পরিবারের দলীয় রাজনীতিতে কি ভূমিকা আছে। অপপ্রচার, মিথ্যা খবর ছড়িয়ে আমার পরিবারকে কলুষিত করা যাবে না,  প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডের সব নেতাকর্মীর সাথে আমাদের ভালোবাসা ও ঘনিষ্ঠতা আছে।'

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির আহ্বায়ক এস এম ফজলুর রহমান, সদস্য সচিব বিষ্টু সরকার,  সাবেক ইউপি সদস্য আক্কাস আলী, বিএনপি নেতাকর্মী মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান নান্নু, বিএনপি নেতা হুমায়ন কবীর দুলাল সরদার, আবু সাঈদ লিটন, সামসুদ্দোহা পিপ্পুসহ অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত ছিলেন।