বক্তব্য দিচ্ছেন ইউএনও সুবীর কুমার দাশ | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ—এই প্রতিপাদ্য নিয়ে পাবনার ঈশ্বরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ।

উপজেলা মৎস্য কর্মকর্তা আ. রহমান খানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক রেজাউল ইসলাম ও উপজেলা সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বেয়ল্লাহ মানিক প্রমুখ।

আ. রহমান খান জানান, ঈশ্বরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে র‍্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করণ, পুকুরের পানি রাসায়নিক  গুণাগুণ পরীক্ষা, নিরাপদ প্রাণিজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা, মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন,  শ্রেষ্ঠ মৎস্য জীবীদের মাঝে পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ বুধবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা-৪ আসনের সাংসদ গালিবুর রহমান শরীফ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ।