মালিবাগ ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের ওপর আগুনে পুড়ছে পুলিশের গাড়ি | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের ওপরে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস | ছবি: পদ্মা ট্রিবিউন

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত সাড়ে ১১টার দিকে মালিবাগ ফ্লাইওভারের ওপরে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই পুলিশের গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন লেগেছে।