ধানখেতে সাপের কামড়, রাসেলস ভাইপার নিয়ে কৃষক হাসপাতালে

সাপে কাটার পর হাসপাতালে চিকিৎসাধীন মিলন আলী। সোমবার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে | ছবি: পদ্মা ট্রিবিউন  

প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধান কাটার সময় মিলন আলী (৩৫) নামের এক কৃষককে রাসেলস ভাইপার কামড় দিয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের চর এলাকার এ ঘটনা ঘটে।

পরে অন্য কৃষকেরা মিলন আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সঙ্গে তাঁরা সাপটিকেও ধরে নিয়ে যান। সেখানে তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়।

এ সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েরা খান মঙ্গলবার বলেন, ‘ওই রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তিনি ভালো আছেন। রোগীর সঙ্গের লোকজন ব্যাগে করে সাপটি নিয়ে এসেছিলেন। শুনেছি, তাঁরা পরে বাইরে গিয়ে সাপটি মেরে ফেলেছেন।’

মিলন আলী পাকা ইউনিয়নের কানছিড়া গ্রামের তোবজুল হকের ছেলে। পাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেক জানান, গতকাল বেলা ১১টার দিকে পাকা ইউনিয়নের চর এলাকায় ধান কাটার সময় মিলন আলীকে সাপ কামড় দেয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেটি বাচ্চা সাপ ছিল। অন্য কৃষকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা সেলিম রেজা জানান, ‘গতকাল বেলা ১১টা ৫০ মিনিটের সময় রোগীকে হাসপাতালে আনা হয়। আক্রান্ত ব্যক্তির সঙ্গের লোকেরা সাপটি নিয়ে হাসপাতালে এসেছিলেন। এটি রাসেলস ভাইপার। আমরা দ্রুতই তাঁর চিকিৎসা শুরু করি।’