লাশ | প্রতীকী ছবি |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে একটি বাঁশবাগান থেকে টিপু প্রামাণিক (৪১) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরকুরুলিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় লোকজন ও নিহতের স্বজনেরা জানান, শনিবার বিকেলে ব্যক্তিগত কাজে টিপু প্রামাণিক পাবনা জেলা শহরে গিয়েছিলেন। এরপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ১০টার দিকে গ্রামের রাস্তার পাশে একটি বাঁশবাগানে স্থানীয় লোকজন তাঁর লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে।