কোটা সংস্কারের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণার পর শাহবাগ মোড় ছেড়ে যান আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা, ১১ জুলাই | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিশেষ প্রতিবেদক: চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত প্রতিবাদকারী শিক্ষার্থীরা যাতে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রতি নির্দেশ দিয়েছে শিক্ষা বিভাগ। সর্বোচ্চ আদালতের নির্দেশনা ও পর্যবেক্ষণ অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কলেজ এবং স্কুল ও কলেজের অধ্যক্ষদের, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পৃথক আদেশে এই নির্দেশ দিয়েছে।
এই চার আদেশে আদালতের নির্দেশনা ও পর্যবেক্ষণ তুলে ধরে তা প্রতিপালন করতে বলা হয়। যেমন ইউজিসির আদেশে আদালতের তিনটি নির্দেশনা ও পর্যবেক্ষণের কথা তুলে ধরা হয়। সেগুলো—১. সব প্রতিবাদকারী কোমলমতি ছাত্রছাত্রীকে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজ নিজ কাজে অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো। ২. দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা প্রক্টর ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা তাঁদের ছাত্রছাত্রীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন বলে আদালত আশা করে এবং ৩. স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাঁদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারবেন। আদালত মূল দরখাস্তটি নিষ্পত্তিকালে তাঁদের বক্তব্য বিবেচনায় নেবেন।