আপনারা শুধু শুধু রাস্তায় থাইকেন না: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার দুুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আন্দোলনের কিন্তু কোনো ইস্যু নাই। আপনারা শুধু শুধু রাস্তায় থাইকেন না। আন্দোলনকারী ছাত্ররা যদি আদালতে এসে তাঁদের বক্তব্য উপস্থাপন করতে চান, তাহলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই বক্তব্য শুনবেন। যাঁরা বক্তব্য দেবেন, তাঁদের বক্তব্য বিবেচনায় নেবেন। সেই জন্য আইনের পথ ধরে সব সমাধানের পথ খুঁজে বের করতে হবে।’

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‌‌‘আজকের যেই ছোটখাটো টুটকা-ফুটকা আমরা বলি, আন্দোলনের নামে যাঁরা নেমেছেন, তাঁদেরও আমি এই বক্তব্যের মাধ্যমে অনুরোধ করতে চাই যে আন্দোলনের কিন্তু কোনো ইস্যু নাই। আপনারা শুধু শুধু রাস্তায় থাইকেন না। আপনাদের যে কাজ, সেটা হচ্ছে লেখাপড়া করা। আপনাদের কোনো বক্তব্য থাকলে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ ৭ আগস্ট সময় দিয়েছেন, সেইখানে আপনারা বক্তব্য রাখবেন।’

আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, ‘আমি আশা করব, স্ব-স্ব বুদ্ধিতে আপনারা ক্লাসে ফিরে যাবেন। এরপর কিন্তু আন্দোলন থাকে না। এরপর কিন্তু কোনো কথা থাকে না। বাংলাদেশে আইনের শাসন চলবে। সেই জন্য আইনের পথ ধরে সব সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে।’

এ সময় কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহরিয়ার, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী প্রমুখ উপস্থিত ছিলেন।