আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে রাজশাহীতে বিজয় মিছিলে সমর্থকেরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের সাহেব বাজার এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি রাজশাহী: আর্জেন্টিনা-কলম্বিয়ার ফুটবল ম্যাচে ১১২ মিনিটের দিকে গোল হওয়ার পরপরই বাঁশির ভু ভু শব্দে চারদিক ভেসে যায়। বুনো উল্লাসে মেতে ওঠেন বিভিন্ন বয়সী আর্জেন্টিনা–সমর্থকেরা। যাঁরা জার্সি পরে এসেছিলেন, তাঁরা তো বটেই, অন্যরাও দেশটির পতাকা হাতে রাজশাহীতে বিজয় মিছিলে নেমে পড়েন। যাঁদের হাতে পতাকা ছিল না, তাঁরা একটু বেশিই গলা ফাটিয়েছেন ‘আর্জেন্টিনা...আর্জেন্টিনা।’
টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছে দেশটি। আজ সোমবার সকালে খেলার নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ১–০ গোলে কলম্বিয়াকে হারায় আর্জেন্টিনার মেসিবাহিনী। এ জয়েই আর্জেন্টিনার সমর্থকেরা রাজশাহী নগরে বিজয় মিছিল করেন।
মিছিলটির সামনে আর্জেন্টিনার বড় একটি পতাকা দেখা যায়। কয়েকজন মোটরসাইকেল নিয়েই যোগ দেন এতে। কান পাতলেই এসব সমর্থকের চিৎকার শুনতে পাচ্ছিলেন আশপাশের বাসিন্দারা। ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা, মেসি মেসি, দি মারিয়া...।’ নগরের কুমার পাড়ায় মূল সড়কে মিছিলটি ওঠার পর সড়কে যানজট তৈরি হয়। তবে বিরক্তি ছিল না কারও মুখেই। কেউ কেউ গাড়ি থেকে মাথা বের করে সমর্থকদের সঙ্গে সুর মিলিয়েছেন। পরে নগরের সাহেব বাজার বড় মসজিদের পাশে গিয়ে শেষ হয় আর্জেন্টিনার এই বিজয় মিছিল।
আর্জেন্টিনার কান্না-হাসির এই ম্যাচ টান টান উত্তেজনা ছিল বলে জানিয়েছেন সমর্থকেরা। তাঁরা বলছেন, চোখও ভিজেছে কারও কারও।
রাজশাহী কলেজের শিক্ষার্থী রেদোয়ান হক বলেন, ভোর সাড়ে ৫টায় ঘুম থেকে উঠেই বসেছেন টিভির সামনে। সেই ম্যাচ শুরু হলো অনেক পরে। মেসি আহত হয়ে যখন কান্না করে মাঠ ছাড়ছিলেন, তখন তারও কান্না চলে আসে। কিছুতেই আটকে রাখতে পারছিলেন না। পরে এই কান্না আনন্দের অশ্রুতে পরিণত হয়েছে ম্যাচের একেবারে শেষ দিকে। শেষ পর্যন্ত জয় পেয়েছে তাঁর প্রিয় দল আর্জেন্টিনা।
আনন্দ মিছিলে রেদোয়ানের মতো জার্সি পরে যোগ দেন আল আমিন। তিনি বলেন, ‘কলম্বিয়া ভালো খেলেছে। ফাইনাল ম্যাচ যেমন হওয়া দরকার, তেমনই হয়েছে। কিন্তু শেষে জয় হয়েছে আর্জেন্টিনারই।’
আর্জেন্টিনা-কলম্বিয়ার এই ম্যাচ নিয়ে তুমুল উত্তেজনা ছিল। দর্শকদের বিশৃঙ্খলার কারণে প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট দেরিতে শুরু হয়। নির্ধারিত ৯০ মিনিটজুড়েই ছিল নানা নাটকীয়তা। চোট পেয়ে মাঠের বাইরে চলে যান লিওনেল মেসি। কান্নায় ভেঙে পড়েন ডাগআউটে। এরপর নিকো গঞ্জালেসের গোল অফসাইডের কারণে বাতিল হলে আর্জেন্টিনা দলে হতাশা আরও বাড়ে। দি মারিয়ার বিদায়ী ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা থাকে গোলশূন্য। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। লাওতারো মার্তিনেজের গোলে কলম্বিয়াকে শেষ পর্যন্ত পরাজিত করে আর্জেন্টিনা। এর মাধ্যমে ত্রিমুকুট জয়ও সম্পন্ন করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ, আবার মহাদেশীয় শিরোপা জয়ে স্পেনের পর এই ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল এখন আর্জেন্টিনা।