ঈশ্বরদীতে এবিসি আলিম মাদ্রাসার চারতলা ভবনের উদ্বোধন

মাদ্রাসার চারতলা বিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধনের পরে দোয়া ও মোনাজাত হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী সাহাপুর ইউনিয়ন আওতাপাড়া এবিসি আলিম মাদ্রাসার চারতলা ভবনের উদ্বোধন করেছেন পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপি।   

১৬ জুলাই মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে সুধী সমাবেশের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে গালিবুর রহমান শরীফ এমপি বলেন, বর্তমান সরকার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ হিসেবে দেশকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এখন শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।

বক্তব্য দিচ্ছেন গালিবুর রহমান শরীফ | ছবি: পদ্মা ট্রিবিউন

তিনি আরও বলেন, আমার বাবা এই ঈশ্বরদী ও আটঘরিয়া নিয়ে অনেক চিন্তা করতেন, কীভাবে আরও সমৃদ্ধ ঈশ্বরদী গড়া যায় ঠিক তেমনিভাবে তারই ধারাবাহিকতায় আমি সুন্দর ঈশ্বরদী গড়তে চাই।

এসময় মাদ্রাসাটির উন্নয়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রায়হানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমলাক হোসেন বাবু বিশ্বাস, মাদ্রাসার সুপার আ. করিম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকাল উদ্দীন সরদার, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য লোকমান হোসেন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার আ. আহাদ।