নারী ডিজি পেল সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট

ড. ফেরদৌসী ইসলাম | ছবি: সংগৃহীত

প্রতিনিধি ঈশ্বরদী: নারী মহাপরিচালক (ডিজি) পেল পাবনার ঈশ্বরদী চিনি ও মিষ্টি ফল–ফসলের জাতীয় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)। বুধবার কৃষি মন্ত্রণালয় গবেষণা-৩ অধিশাখার আদেশে কৃষি বিজ্ঞানী ড. ফেরদৌসী ইসলামকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়।

এর আগে ফেরদৌসী ইসলাম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এর পরিচালকের (সেবা ও সরবরাহ) দায়িত্বে ছিলেন। তিনি সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সদ্যবিদায়ী মহাপরিচালক ডক্টর ওমর আলীর স্থলাভিষিক্ত হলেন।

ফেরদৌসী ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং শেরে-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি দেশের বাইরে পিএইচডি এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি কৃষি গবেষণা ইনস্টিটিউটে থাকাকালীন নিজস্ব গবেষণায় সবজির ৯টি নতুন জাত উদ্ভাবন করেন এবং প্রযুক্তি উন্নয়নে বিশেষ অবদান রাখেন।

তিনি ১৯৯০ সালে পাবনায় কৃষি গবেষণা ফার্মে কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি কৃষি গবেষণার বিভিন্ন পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।