বক্তব্য দিচ্ছেন গালিবুর রহমান শরীফ | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বিকেলে উপজেলা সদরের ষ্টেশন রোড আ.লীগ কার্যালয়ে এটি হয়।
 
সংগঠনকে গতিশীল করার জন্য ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠনে কাজ করতে হবে বলে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ১৫ আগস্ট জাতীয় শোক ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়। 

পৌর আ.লীগের বর্ধিত সভায় নেতাকর্মীদের একাংশ | ছবি: পদ্মা ট্রিবিউন

পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, পাবনা-৪ আসনের সংসদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে গালিবুর রহমান শরীফ বলেন, আমাদের একমাত্র শক্তি দল। সাংগঠনিক শক্তি ছাড়া বড় কোনো অর্জন সম্ভব নয়। তাই দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করতে হবে।

এ প্রসঙ্গে তিনি দুঃসময়ে দলের পাশে থাকা নেতা-কর্মীরা যাতে অবহেলিত না হন সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য দলের নেতাদের নির্দেশ দেন।   

সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথার পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।   

এ সময় নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুল আলম পাখি, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, জেলা পরিষদের সদস্য তফিকুজ্জামান রতন মহলদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস দারা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব উপস্থিত ছিলেন।