সিলেটে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান। আজ শুক্রবার বিকেলে ওসমানীনগর উপজেলা সম্মেলনকক্ষে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি সিলেট: যুবলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাইনুল হোসেন খান বলেছেন, জামায়াত-বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। কোটা সংস্কারের নামে তারা তাদের সন্তানদের মাঠে নামিয়েছে। এত দিন দলের ব্যানারে আন্দোলন করে সফল হতে পারেনি। এবার তারা কোটা সংস্কারের নাম নিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
আজ শুক্রবার বিকেলে সিলেটের ওসমানীনগরে বন্যাদুর্গত ব্যক্তিদের ত্রাণসহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাইনুল হোসেন খান এ কথা বলেন। আজ বিকেল চারটার দিকে ওসমানীনগর উপজেলা সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে বেলা ১১টায় সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডে এবং জেলা যুবলীগের উদ্যোগে বেলা তিনটায় দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় বন্যাদুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন মাইনুল হোসেন খান।
ওসমানীনগরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মাইনুল হোসেন খান বলেন, যুবলীগ-ছাত্রলীগসহ আওয়ামী পরিবারের নেতা–কর্মীরা যখন মানুষের পাশে দাঁড়িয়েছেন, তখন দেশবিরোধী চক্র জামায়াত-বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ৩১ কোটি টাকায় বিদেশি লবিস্ট নিয়োগ করে। ব্যর্থ হয়ে এখন তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি-জামায়াতের কাউকেই মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় না। দুঃসময়ে সব সময় মানুষের পাশে থাকেন যুবলীগসহ আওয়ামী পরিবারের নেতা-কর্মীরা। এই বন্যায়ও প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যার্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণসহায়তা দিয়ে যাচ্ছেন তাঁরা।
জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো.
আনোয়ারুজ্জামান চৌধুরী। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের
সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য
হাবিবুর রহমান। এ ছাড়া যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট বিভাগের
দায়িত্বপ্রাপ্ত) রফিকুল আলম জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের
দায়িত্বপ্রাপ্ত নেতা) রেজাউল কবির, সম্পাদকমণ্ডলীর সদস্য মুকিত চৌধুরী, মীর
মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।