সাঁড়া উপনির্বাচনে ২ প্রার্থীর প্রতীক বরাদ্দ

মোস্তাফিজুর রহমান স্বজন সরদারকে প্রতীক তুলে দেওয়া হচ্ছে  | ছবি: পদ্মা ট্রিবিউন  

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

এরপরই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার। ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগ পর্যন্ত এ প্রচার চলবে।

২৭ জুলাই এ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আচরণ বিধিমালা মেনে প্রচার চালাতে প্রার্থীদের অনুরোধ জানিয়েছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা আশরাফুল হক। আচরণ বিধি ভেঙে প্রচার চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

জুয়েল চৌধুরীকে প্রতীক তুলে দেওয়া হচ্ছে  | ছবি: পদ্মা ট্রিবিউন  

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান পদে  স্বতন্ত্র প্রার্থী সাঁড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান স্বজন সরদার পেয়েছেন আনারস, আর পাবনা জেলা যুবলীগের সাবেক উপপ্রচার সম্পাদক জুয়েল চৌধুরী চশমা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ ও সহকারী নির্বাচন কর্মকর্তা অঞ্জন কুমার রায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৭ জুলাই সাঁড়া ইউপির চেয়ারম্যান পদে নির্বাচন ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩ হজার ১০৩। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৭০১, নারী ভোটার ১১ হাজার ৪০০ এবং ২জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।