নওগাঁয় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মিছিল। বৃহস্পতিবার দুপুরে শহরের গোস্তহাটির মোড় এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় কোটা আন্দোলনকারীদের সমর্থনে স্কুলশিক্ষার্থীরা মিছিল বের করলে সেখানে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, কোটা সংস্কারের দাবিতে ও দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে শহরের হাট-নওগাঁ উচ্চবিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গোস্তহাটির মোড় হয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান। হামলার নেতৃত্বে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলকে দেখা গেছে। হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
নওগাঁয় কোটা সংস্কারের দাবিতে বের হওয়া মিছিলে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
আন্দোলনকারী শিক্ষার্থী আতিকুল ইসলাম বলে, কোটা সংস্কার ও সাধারণ
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তারা স্কুলের কিছু শিক্ষার্থী
হাট-নওগাঁ স্কুল থেকে শান্তিপূর্ণভাবে মিছিল বের করে। মিছিলটি শহরের পুরাতন
বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ছাত্রলীগ তাদের ওপর চড়াও হয়। এতে তাদের অন্তত
১০ জন আহত হয়েছে।