ছবি: সংগৃহীত |
প্রতিনিধি ঈশ্বরদী: জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বের যে তাপপ্রবাহ বেড়ে চলছে, তার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন। তিনি প্রত্যেককে একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। এর বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ঈশ্বরদী উপজেলা প্রশাসন।
এই সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ জানান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের তত্ত্বাবধানে উপজেলার প্রতিটি ইউনিয়নে ২০ হাজার গাছের চারা রোপণ করা হবে। এই আয়োজন সফল করতে ৭টি ইউনিয়নে প্রস্তুতি চলছে। কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, সব শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সংগ্রহ করা হচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বলেন, রাজশাহী বিভাগীয় কমিশনারের উদ্যোগে প্রায় দেড় লাখ গাছের চারা রোপণ করা হবে। এ সব চারার মধ্যে রয়েছে উন্নতজাতের আম, জাম, লিচু, পেয়ারা, কাঁঠাল, জাম্বুরা, ঔষধি ও বনজ গাছ।