স্বজন সরদারের পক্ষে যৌথ বর্ধিত সভা

যৌথ বর্ধিত সভায় বক্তব্য দেন এমদাদুল হক রানা সরদার | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী সাঁড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান স্বজন সরদারকে সমর্থন দিয়ে ‘যৌথ বর্ধিত সভা’ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এর আয়োজন করে। 

এ সময় উপস্থিত সকলে বর্তমান সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ডকে সচল রাখতে স্বজন সরদারের পক্ষে কাজ করার ঘোষণা দেন।

সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জমশেদ আলী সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদুল করিম সাধুর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সহসভাপতি আখলাকুর রহমান রিপন, আনোয়ার হোসেন সরদার, সাঁড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম বগা ও চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান স্বজন সরদার প্রমুখ। 

বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান স্বজন সরদার | ছবি: পদ্মা ট্রিবিউন

এ সময় অন্যান্যের মধ্যে সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন প্রামানিক,  ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক অনঙ্গ কুমার কুন্ডু, সাঁড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আকবর আলী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তোতা, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন মালিথা, শিমুল সরদার, রিকশা ভ্যান শ্রমিকলীগের সভাপতি শহিদুল ইসলাম মেম্বর, সাধারণ সম্পাদক ডাবলু হোসেন, সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাইম সরদার উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: চলতি বছরের ২১ এপ্রিল ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছিল। আগের দিন তৎকালীন সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ব্যক্তিগত কারণ দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে অংশগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এমদাদুল হক রানা সরদার । আগামী ২৭ জুলাই এই  ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।