নির্মাণ কাজের উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন  

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে নতুন রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা বলয়ের জন্য সীমানা প্রাচীর তৈরির কাজ শুরু হয়েছে।

রোববার সকাল ১০টায় ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,  নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার, পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বুলবুল, পরিচালনা কমিটির সভাপতি হাসিবুর রহমান সোহেল প্রমুখ। 

এসময় চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করা হচ্ছে। এ লক্ষ্যে শিক্ষাক্রম যুগোপযোগীকরণ এবং একাডেমিক ভবনসহ আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। শিক্ষার্থীরা যাতে শিক্ষাগ্রহণের উপযুক্ত পরিবেশ পায় তা নিশ্চিত করা হচ্ছে।