ঈশ্বরদীতে শিক্ষকের নামে সড়ক উদ্বোধন

স্যার ইব্রাহিম হোসেন সড়ক উদ্বোধনকালে দোয়া ও মোনাজাত | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে প্রয়াত শিক্ষক ইব্রাহিম হোসেনের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

বুধবার উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর এলাকায় নির্মিত ফলক উন্মোচনের মাধ্যমে ‘স্যার ইব্রাহিম হোসেন’সড়কের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপি।   

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা প্রকৌশলী এনামুল কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনি, ঈশ্বরদী পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জাতীয় পদকপ্রাপ্ত খামারি আকমল হোসেন, স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম বাদশা ও নবদূত স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক খালিদ হাসান প্রমুখ । 

উদ্বোধন শেষে গালিবুর রহমান শরীফ এমপি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসেন তখনই দেশ ও মানুষের উন্নয়ন হয়। শিক্ষকদের সব রকম সুযোগ-সুবিধা বাড়াতে প্রধানমন্ত্রী বদ্ধপরিকর। তিনি শিক্ষকদের সম্মানিত করেছেন। 

কালিকাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন গালিবুর রহমান শরীফ | ছবি: পদ্মা ট্রিবিউন 

এরআগে কালিকাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।