বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে তরুপল্লব নামের একটি সংগঠন। শেখ হাসিনা পল্লি উন্নয়ন একাডেমি প্রাঙ্গণ, জামালপুর, ৫ জুন | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন উপলক্ষে বুধবার জামালপুরে শেখ হাসিনা পল্লি উন্নয়ন একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে উদ্ভিদ ও পরিবেশবিষয়ক সংগঠন ‘তরুপল্লব’।

সকালে একাডেমি প্রাঙ্গণে মহুয়া, কইনার, উদাল, পালাম, কুরচি, কনকচাঁপা, পলাশ, সোনালু, গাব, গোলাপজাম, কাউ, ঢাকিজাম, বৈলাম, জারুল, সোনালু, কৃষ্ণচূড়া, মাধবী, মালতী, অনন্তলতা, চিকরাশি, মাইলাম, মণিমালা, তেলসুর, রিঠা, নিশিন্দা, হাড়গজা, চামেলি, জাত বাটনা, ঝুমকাভাদি, বকুল, পুত্রঞ্জীব, স্থলপদ্ম, তেঁতুল, শিমুল, কানাইডিঙ্গা, সিভিট, রসুন্দিসহ বিভিন্ন প্রজাতির প্রায় তিন হাজার চারা রোপণ করা হয়। এতে সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশিষ্ট কথাশিল্পী ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন, তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেনসহ অনেকে অংশ নেন।