লাশ | প্রতীকী ছবি |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে তাঁর স্বামী ছুরি মেরে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ নিহত রিনা বেগমের (৩০) স্বামী মিলন মিয়াকে (৩৫) আটক করেছে। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের চর কিদিন্দাপাড়া গ্রামে। চাকরির সুবাদে এ দম্পতি ঈশ্বরদীতে থাকতেন। রিনা বেগম রাজশাহীর বাঘা উপজেলার চকসিংগী পাড়া গ্রামের আকবর আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিনা বেগম ইপিজেডের রেনেসাঁস বারিন্দ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সকালে তিনি কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন এবং সকাল সাড়ে সাতটার দিকে ইপিজেডের প্রধান ফটকের সামনে পৌঁছান। এ সময় তাঁর স্বামী মিলন মিয়া সেখানে আসেন এবং দুজনের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তিনি রিনাকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় ইপিজেডের কর্মীরা মিলন মিয়াকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।
ইপিজেডের এক শ্রমিক মনসুর মিয়া বলেন, অন্য পুরুষের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ছিল বলে দাবি করেন মিলন। ওই জেরেই রিনাকে ছুরিকাঘাত করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন মিলন।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, মিলন মিয়া মাদকাসক্ত। মাদক সেবন নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। এর জের ধরেই রিনাকে হত্যা করা হয়ে হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মনিরুল ইসলাম আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।