মেঘনায় ধরা পড়ল দুটি উড়ুক্কু মাছ

নোয়াখালীর হাতিয়ার মেঘনায় জেলেদের জালে ধরা পড়া উড়ুক্কু মাছ | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি নোয়াখালী:  নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে পৃথক সময়ে জেলেদের জালে ধরা পড়েছে দুটি উড়ুক্কু মাছ। এর মধ্যে একটি ২৫ কেজি ও অন্যটি ২০ কেজি ওজনের। শুক্রবার মাছ দুটি উপজেলার চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে নিলামে বিক্রি করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ দুপুরে ২৫ কেজি ওজনের মাছটি বিক্রি করতে আসেন স্থানীয় মনির মাঝি। ৩ হাজার ৯০০ টাকায় মাছটি বিক্রি হয়। এর আগে সকালে আরও একটি উড়ুক্কু মাছ বিক্রি করেন আরেক জেলে। বিক্রির সময় মাছ দুটি দেখতে ভিড় করেন এলাকার মানুষ।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, সামুদ্রিক এই মাছের নাম ‘ফ্লাইং ফিশ’। স্থানীয়ভাবে এটিকে পাখি মাছ বলা হয়। এটি বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় পাওয়া যায়। হাতিয়ার মেঘনায় পাখি মাছ ধরা পড়ার বিষয়টি তিনি শুনেছেন।