জাহ্নবী কাপুর | ইনস্টাগ্রাম থেকে |
বিনোদন ডেস্ক: কিছুদিন আগেই আলটপকা মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন জাহ্নবী কাপুর। তবে এবার নতুন ঝামেলায় অভিনেত্রী।
তবে তিনি নিজে কিছু করেননি; বরং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্টের কারণে ঝামেলায় পড়েছেন তিনি। এসব অ্যাকাউন্ট থেকে নানা ধরনের নিম্নমানের পোস্ট করা হয়, যা দেখে অনেকে না বুঝেই জাহ্নবীর সমালোচনা করেন। খবর হিন্দুস্তান টাইমসের
গত ৩১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।
সিনেমাটিও বক্স অফিসে ভালো ব্যবসাও করছে। কিন্তু সিনেমার জন্য প্রশংসা নয়; বরং ভুয়া অ্যাকাউন্টের কারণে উল্টো সমালোচিত হচ্ছেন এই বলিউড তারকা।
সত্যিই কি নিজের সামাজিক মাধ্যমে এ ধরনের পোস্ট করেছেন জাহ্নবী? অভিনেত্রীর নাকি একাধিক এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) রয়েছে! অভিনেত্রীর মুখপাত্র জানালেন, এগুলো সব ভুয়া অ্যাকাউন্ট।
একটিও জাহ্নবীর নিজের তৈরি করা অ্যাকাউন্ট নয়। তাঁর নামে তৈরি হয়েছে অসংখ্য নকল অ্যাকাউন্ট। সেখানেই নাকি যা নয় তা-ই পোস্ট করা হচ্ছে।
জাহ্নবীর মুখপাত্র একটি পোস্ট করে লিখেছেন, ‘ডিজিটাল যুগে কারও নামে অ্যাকাউন্ট তৈরি করে ফেলা খুবই সহজ। একটি কথা স্পষ্ট করে বলে দিই, টুইটারে জাহ্নবী কাপুরের কোনো অ্যাকাউন্ট নেই। এই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সব তথ্য এড়িয়ে চলুন। বিষয়টি বোঝার জন্য ও সহযোগিতা করার জন্য আগাম ধন্যবাদ।’
সামনে জাহ্নবীকে দেখা যাবে ‘উলঝা’ ছবিতে। এ ছাড়া জুনিয়র এনটিআরের সঙ্গে ‘দেবারা পার্ট ১’-এ অভিনয় করেছেন তিনি।