ইউনুস আলী | ছবি: সংগৃহীত

প্রতিনিধি বগুড়া: বগুড়া সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে তাঁর প্রতিবেশীরা নর্দমার কাদায় চুবিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইউনুস আলী (৫০)। তিনি বালা কৈগাড়ী এলাকার মৃত রিয়াজউদ্দিনের ছেলে। ইউনুস পেশায় মুরগির খামারি ছিলেন।

ইউনুস আলীর ছেলে গোলাম রসুল অভিযোগ করেন, ইউনুস আলীর বড় ছেলে শাহীন মানসিক ভারসাম্যহীন। বৃহস্পতিবার শাহীনের সঙ্গে রাস্তায় প্রতিবেশী আবদুল ওহাবের স্ত্রীর ধাক্কা লাগে। এ ঘটনায় ওহাব আলীর পরিবার ওই নারীর শরীরে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়ার অভিযোগ এনে ইউনুসের পরিবারের সঙ্গে কথা–কাটাকাটিতে জড়ান। এর জেরে গতকাল সন্ধ্যায় ওহাব ও তাঁর পরিবারের লোকজন শাহীনকে মারধর করেন। খবর পেয়ে বাবা ইউনুস আলী সেখানে গেলে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ইউনুসকে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারধর করেন এবং নর্দমায় চুবিয়ে হত্যা করেন তাঁরা।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, ঘটনার পর ওহাবসহ তাঁর পরিবারের লোকজন আত্মগোপনে আছেন। ইউনুস আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।