সাপে কাটা | প্রতীকী ছবি

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম হাফিজুর রহমান (৪১)। সে উপজেলার সাহাপুর ইউনিয়নের দীঘা গ্রামের আফসার হোসেন খানের ছেলে।

গত এক বছরে এ উপজেলার পদ্মা নদীর তীরবর্তী কয়েকটি গ্রামে রাসেল ভাইপার সাপের কামড়ে অন্তত ৫ থেকে ৬ জনের বেশি মানুষ মারা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পদ্মার চরে কাজ করতে গেলে সাপ কামড় দেয়। এরপর তাকে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সাপে কাটার ভ্যাকসিন নিয়ে বাড়িতে চলে আসে হাফিজুর। কিন্তু পরে অবস্থার অবনতি হলে শুক্রবার হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সাহাপুর ইউনিয়নের কৃষক আবদুর রউফ বলেন, স্থানীয় লোকজন সবাই এখন এই সাপ চেনে। স্যাঁতসেঁতে ভেজা জায়গায় এই সাপ থাকে। চরের মাঠে কাজ করতে যাওয়া কৃষক-রাখালেরাই এই সাপের কামড়ের শিকার হচ্ছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।