এবার ঈদুল আজহায় ১ কোটি ৪ লাখ পশু কোরবানি: মন্ত্রণালয়

মন্ত্রণালয় বলেছে, এ বছর দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি | ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: এবারের পবিত্র ঈদুল আজহায় সারা দেশে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮টি পশু কোরবানি হয়েছে, যা গত বছরের তুলনায় ৩ লাখ ৬৭ হাজার ১০৬টি বেশি।

আজ মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, গত বছর সারা দেশে ১ কোটি ৪১ হাজার ৮১২টি পশু কোরবানি হয়েছিল। ২০২২ সালে কোরবানি হয়েছিল ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি পশু।

এবার সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে। সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ঢাকা বিভাগে ২৫ লাখ ২৯ হাজার ১৮২টি, রাজশাহী বিভাগে ২৪ লাখ ২৬ হাজার ১১১টি, চট্টগ্রাম বিভাগে ২০ লাখ ৫৭ হাজার ৫২০টি, রংপুর বিভাগে ১১ লাখ ৭২ হাজার ৫৫৩টি, খুলনা বিভাগে ১০ লাখ ৮ হাজার ৮৫৫টি, বরিশাল বিভাগে ৪ লাখ ২৮ হাজার ৪৩৮টি, সিলেট বিভাগে ৩ লাখ ৯৩ হাজার ৭৪২টি ও ময়মনসিংহ বিভাগে ৩ লাখ ৯২ হাজার ৫১৭টি পশু কোরবানি হয়েছে।

কোরবানি হওয়া পশুর মধ্যে ৪৭ লাখ ৬৬ হাজার ৮৫৯টি গরু। ১ লাখ ১২ হাজার ৯১৮টি মহিষ। ৫০ লাখ ৫৬ হাজার ৭১৯টি ছাগল। ৪ লাখ ৭১ হাজার ১৪৯টি ভেড়া। ১ হাজার ২৭৩টি অন্যান্য পশু রয়েছে।

এ বছর দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি।