নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারকে সম্মাননার স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী:  পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সংবর্ধনা ও চলতি বছরের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার সকালে গোপালপুর টেকনিক্যাল ত্র্যান্ড বিএম কলেজ এ আয়োজন করে।

উপজেলা পরিষদের চেয়্যারম্যান এমদাদুল হক রানা সরদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য দেন। 

এমদাদুল হক রানা সরদার বক্তব্য দিচ্ছেন | ছবি: পদ্মা ট্রিবিউন  

কলেজের অধ্যক্ষ আরজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী ও সাঁড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি স্বজন সরদার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আয়নুল ইসলাম, কলেজ প্রতিষ্ঠাকালীন সভাপতি মাজেদুল ইসলাম খাঁনসহ বিদায়ী ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

বর্তমান শিক্ষার্থীদের পক্ষে খাদেজা আক্তার তিথি ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য দেয় অনিক।   

এরআগে কলেজে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন ও বৃক্ষরোপণ করা হয়। পরে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানকে সম্মাননার স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। 

কলেজ প্রাঙ্গণে শতাধিক বৃক্ষ রোপন করছেন | ছবি: পদ্মা ট্রিবিউন