ঈশ্বরদীতে কৃষি প্রযুক্তি মেলা শুরু

মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন এমদাদুল হক রানা সরদার | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে শুরু হয়েছে তিনদিনের কৃষি প্রযুক্তি মেলা।

বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, পাবনা জেলা আখ চাষি কল্যাণ সমিতির সভাপতি জাতীয় কৃষিপদকপ্রাপ্ত শাহজাহান আলী পেঁপে বাদশা (এআইপি), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম,  ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ ও জাতীয় পদকপ্রাপ্ত খামারি সিদ্দিকুর রহমান কুল ময়েজ বক্তব্যে দেন।    

উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার। উদ্বোধনের পর প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

রং বেরংয়ের বেলুন ও ফেস্টুন উড়িয়ে কৃষি মেলার উদ্বোধন হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে। মেলায় প্রায় ১৫টি স্টলে বিভিন্ন কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। 

এমদাদুল হক রানা সরদার বক্তব্য দিচ্ছেন | ছবি: পদ্মা ট্রিবিউন  

উদ্বোধনী অনুষ্ঠানে এমদাদুল হক রানা সরদার বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। দেশকে এগিয়ে নিতে কৃষির আধুনিকায়ন ছাড়া বিকল্প নেই। আমাদের দেশের কৃষি খাতে বিশেষ করে খামার যান্ত্রিকীকরণে এখনও অনেক উন্নতির সুযোগ রয়েছে।

নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার | ছবি: পদ্মা ট্রিবিউন