রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন উপাচার্য প্রফেসর ড. শাহ আজম | ছবি: পদ্মা ট্রিবিউন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘দ্য আর্ট অব সোস্যাল চেইঞ্জ’ শীর্ষক তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে আন্তর্জাতিক এই কনফারেন্সের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম।

কনফারেন্সে দেশ-বিদেশের দুই শতাধিক বরেণ্য শিক্ষবিদ ও গবেষকগণ অংশগ্রহণ করেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের প্রথম দিনে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমিরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত ও প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

উদ্বোধনী অধিবেশন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ১-এর লেকচার থিয়েটার,  গীতাঞ্জলি মিউজিক স্টুডিও,  মিউজিক ল্যাব, একাডেমিক ভবন ৩-এর  লেকচার রুম, উদয়ন কনফারেন্স সেন্টার, উত্তরায়ন কনফারেন্স হলে সাতটি  টেকনিক্যাল সেশন একইসময়  পরিচালিত হয়। সেখানে দেশ-বিদেশের গবেষকরা তাঁদের গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করেন।

আগামীকাল শনিবার কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন স্থপতি রফিক আজম। কনফারেন্সের সমাপনী সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ও কৌশিক মজুমদার।