দেশে দেশে ঈদুল আজহা উদ্‌যাপন

ঈদুল আজহা মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। আরবি মাসের ১০ জিলহজ তারিখে এই ঈদ উদ্‌যাপিত হয়। এরই মধ্যে গত শনিবার পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং এর বাইরে অনেক দেশেই রোববার ঈদ উদ্‌যাপিত হয়েছে। নিচে বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহার নামাজ আদায়ের কিছু ছবি।

লেবাননের রাজধানী বৈরুতের শহরতলির আল–আমিন মসজিদে ঈদুল আজহার নামাজের একাংশ | ছবি: এএফপি

তুরস্কের উলু কামি মসজিদে ঈদুল আজহার নামাজের দৃশ্য | ছবি: এএফপি

ফিলিস্তিনের জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজের জন্য জড়ো হয়েছেন মুসল্লিরা | ছবি: এএফপি 

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার গাজা শহরের ঐতিহাসিক ওমারি মসজিদের আঙিনায় ঈদুল আজহার নামাজে মুসল্লিরা | ছবি : এএফপি

বসনিয়ার একটি মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করছেন মুসল্লিরা | ছবি: এএফপি

রাশিয়ার মস্কোতে ক্যাথেড্রাল মসজিদের বাইরে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার নামাজ | ছবি : রয়টার্স 

প্যারিসের গ্রেট মসজিদে ঈদুল আজহার নামাজে মুসল্লিরা | ছবি : এএফপি

ভারতের মধ্যপ্রদেশের ভূপালে দাউদি বোহরা সম্প্রদায়ের ঈদুল আজহার নামাজ আদায়| ছবি: এএনআই

উত্তর ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলের একটি মসজিদে ঈদুল আজহার নামাজের দৃশ্য | ছবি: এএফপি

কুয়েতের রাজধানী কুয়েত সিটির একটি খোলা মাঠে ঈদুল আজহার নামাজ আদায়ের দৃশ্য | ছবি : এএফপি

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি পার্কে ঈদুল আজহার নামাজ আদায় করছেন মুসল্লিরা | ছবি: এএফপি