ঈশ্বরদীতে দোয়া ও মিলাদ মাহফিল

মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও অগ্রগতি কামনা করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: এমদাদুল হক রানা সরদার ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ায় দোয়া ও মিলাদ মহফিল হয়েছে। 

শুক্রবার রাতে মো. আব্দুল জব্বার শেখ ফরিদ (রহ:) এর মাজার শরীফ কর্তৃপক্ষ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ আয়োজন করেন। 

এতে চেয়ারম্যানসহ পরিবারের সদস্য ও সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। 

মিলাদ মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও অগ্রগতি কামনা করা হয়।  

মাজার শরীফের ইমাম আশরাফ আলী সরদার মোনাজাত পরিচালনা করেন। দোয়া শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাজার পরিচালনা কমিটির সভাপতি শামিম প্রামাণিক, সাধারণ সম্পাদক সোনাউল্লাহ সোনা, কোশাধ্যক্ষ করম খাঁ, সদস্য ওয়াসিম, রকিব প্রামাণিক ও ইসমাইল হোসেন প্রমুখ।