সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা আব্বাস। আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের মধ্যে ঈদের আনন্দ নেই। ঈদ বলতে যা বোঝায়, সেই আনন্দের ঈদ দেড় যুগ ধরেই মানুষের মধ্যে আর নেই।

আজ সোমবার পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা আব্বাস।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ঈদ আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো খুশি। এই খুশি উপভোগ করার মনমানসিকতা, এটা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে নেই। বাংলাদেশের আজকে যে কষ্ট, এটা অবৈধ সরকারের জন্য। জনগণের আজকে যে কষ্ট, এটা একটা বিনা ভোটের সরকারের জন্য। যদি নির্বাচিত সরকার থাকত, তাহলে জনগণের এই কষ্ট হতো না।’

মির্জা আব্বাস বলেন, সেন্ট মার্টিন দ্বীপ একেবারেই বাংলাদেশের অভ্যন্তরে। সেই দ্বীপ আজকে খাদ্যসংকটে পড়েছে। সেখানে খাদ্য সরবরাহ করা যাচ্ছে না। কার ভয়ে? মিয়ানমার সেনাবাহিনীর ভয়ে। অথচ ১৯৭৮-৭৯ সালের দিকে এই মিয়ানমার নতজানু হয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতির (জিয়াউর রহমান) কাছ থেকে মাফ চেয়ে বিদায় নিয়েছিল। সেই মিয়ানমার আজকে বাংলাদেশকে রক্তচক্ষু দেখাচ্ছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে মির্জা আব্বাস বলেন, সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। আল্লাহ জানেন, কী অবস্থা। এ মুহূর্তে তাঁর আরোগ্য কামনায় তাঁরা দেশবাসীর কাছে দোয়া চান। খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

এ সময় বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আহমেদ আজম খান, জয়নুল আবেদিন ফারুক, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান, সুলতান সালাউদ্দিন, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, শাহ নেসারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।